প্রকাশ পেল “অজানা সীমাঃ The X Boundary”
বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত বর্ধমান লিট্ল ম্যাগাজিন মেলায় ২৩ নভেম্বর প্রকাশিত হল সুমন সেনের কল্পবিজ্ঞান বই ‘অজানা সীমাঃ The X Boundary’। বইটি প্রকাশ করেছেন আই.বি. অফিসার তথা সাহিত্যিক দ্যুতিমান ভট্টাচার্য্য। বার্ণিক প্রকাশনের হাত ধরে প্রকাশিত বইটি মোট আটটি ছোটগল্প নিয়ে প্রস্তুত হয়েছে। যার মধ্যে একটি গল্প ২০১৭ অবেক্ষণ শারদ সংখ্যাতেও প্রকাশ পেয়েছিল।
বইটির জন্য ভূমিকা লিখেছেন বিশিষ্ট কল্পবিজ্ঞান লেখক অভিজ্ঞান রায়চৌধুরী।
বার্ণিক প্রকাশিত ‘কত ভূত! কি অদ্ভুত!’ এবং দিগন্ত প্রকাশিত ‘সর্প মানবঃ নাগমণি রহস্য’-এর পর, সুমন সেনের তৃতীয় বই ‘অজানা সীমাঃ The X Boundary’ হল বাংলায় কল্পবিজ্ঞান গল্পগ্রন্থের মধ্যে অন্যতম।