তোমার আকাশ সমান ঘরে
দীপকুমার, কলকাতা
তোমার আকাশ সমান ঘরে
আমার এই টুকুই তো বাড়ি
কেমন করে তবেই তোমায়
আমি ধরে রাখতে পারি l
তবু তুমি আসো কত ক্ষুদ্র রূপে
ভক্তি আগুন দিলে তোমার নামের ওই ধূপে
সাত সাগর আর তের নদী
অনায়াসে দিয়ে পাড়ি ll
আমি চাষ করতে এসে
যখন হলাম জমিদার
তুমি ভিখারী বেশে
গলায় দিলে হার l
তবুও দান দি -ই নি কিছুই উপহারে
ভেবেছি এ সে নয় আমি ভাবি যারে
দেখেছি সেই তো তুমি সবার মাঝে –
ধূলাতে গোড়াও সোনার আসন ছাড়ি ll