সীমাবদ্ধতা
সুধাংশুরঞ্জন সাহা, কলকাতা
মাছ কত সহজে জলের সরলতা মাখে !
কিন্তু মানুষ পারে না । কেন ?
এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে
জলের আয়নায় নিজের মুখ দেখি ।
কনকনে শীতের বাতাসে ধরা পড়ে
জলের দস্যুতা ।
নিজের কাছে ধরা পড়ে নিজের বনসাই অবয়ব !
ধরা পড়ে জলের সাংঘাতিক অবাধ্যতার কথা ।