অপরাহ্নের রোদ

কৌশিক ঘোষ, খড়দহ, উত্তর ২৪ পরগনা

 

মরীচিকার কালফাঁদে সেই দিন ছিল

প্রজাপতির জীর্ণ  নৃত‍্য ।

যেন পুরাতন সন্ধ্যায় নকল

হেমন্তর দিবসের আগমনী বসন্ত।

খুজতে থাকে সীমিত ছায়ার পরিচিত গন্ধকে,

এই দিন হয়তো

সে নিরুত্তর অপলক দৃষ্টিতে নির্বাক মূর্তিতে।

বিবর্ণ স্পর্শে বীনার ক্লান্ত শব্দে ,

লজ্জায় সে আজ পরিপূর্ণ ছিন্ন শিখার কামুক দংশন।

স্তব্ধ আজ লজ্জায় জমাট বাঁধা ভেজা কাপড়ের শিহরনটি,

নিশি শেষে মিশবে আজ উদ্যত তরঙ্গের ফেনায়

সহস্র কুঁড়ির মালাটি ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =