নীল রাত্রি
সুজিত কুমার পাল, লাভপুর, বীরভূম
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেছে জোনাকিরা ।
ভিজে যায় অমৃত স্বপ্নেরা যখন তখন।
ঘন মেঘ মুছে দেয় তারাদের ছবি।
অন্ধকার দীর্ঘ থেকে দীর্ঘতর বিষণ্ণ বাতায়নে।
বইঘর বারান্দা দোতলার ফুলগাছ গুলো থমথমে।
গলা ভারি হয়ে আসে বিরহী প্রহরে।
অগোছালো বিছানা জুড়ে শূন্যতা নির্জনতায় নিমগ্ন।
বাক্যহারা কবিতার পাতা অপেক্ষায় অস্থির।
ভিজে যায় অলিন্দের গোপন সংবেদন।
শূন্যতার অদৃশ্য তরঙ্গ কত কথা বলে যায়।
তারই ভিতরে আছে এক সমুদ্র নোনা ঢেউ।
বেড়ার ধারে রাত্রি গভীর হয় কাল প্যাঁচাদের দুরন্ত সংলাপে।
তরল স্বপ্নেরা ক্রমশ দূরে মিলিয়ে যেতে থাকে।
মৃত্যু ঘন্টার মতো দুলতে থাকে ইচ্ছেরা মূঢ রাত্রির দেশে।
যেথা খুন হয়েছে ভাবনারা অবশেষে।