যে পথ ভিজে আছে মনে
সুব্রত বিশ্বাস (অ-নিরুদ্ধ সুব্রত), বনগাঁ, উত্তর ২৪ পরগনা
এই বিভ্রান্ত বাতাসে শুস্কতার একটা সীমা থাকা উচিত ছিল
এই নির্লিপ্ত দুপুর গুলোর থাকতে পারত হৃদয়ের প্রতি একটু সমীহ
আর নীরব বৃক্ষ-ঠোঁটে খানিকটা কচিপাতা রঙ…
তাই কি বসন্তের চেয়ে বৃষ্টিকে ভালবেসেগেছি বেশি
নিরাভরণ সারাক্ষণ, সারা দেহে
পোড়ানোর এত পরিসংখ্যানে, তবু যে ভুলতে না পেরে
এত যে শুকনো পাতা রেখেছি দু’হাত ভরে
গোপনে বলেছি,গনগনে উত্তাপ করো
বহুকালের গুপ্ত শৈত্য মারো
তবু সে যে নিরাসক্ত শূন্য
নিস্পত্র শাখাময় জানিনা এত পলাশ ফোটে কী জন্য
তার চেয়ে আলপথে ঝরঝর ভিজে যাই
এত আপ্লুত ধারা কোথায় ধরাই
কোন দূর থেকে অদূর বুকের গভীরে পাতা গজানোর সুর
ভালবাসা তুমি জানোনা তো,বসন্ত বারংবার তোমাকে ভিজে পথে পাই।