আগুন স্পর্শকাতরতায়
তাপসকিরণ রায়, ভিলাই, ছত্তিসগড়
আগুন স্পর্শকাতরতায়
তোমার উষ্মাঘর,
তোমার রাত জাগা শিয়রের পাশ কেটে
অগাধ জলের মাত্রায়
সেই মুখ, শোষণের
রক্ত কণিকা থেকে অসংখ্য পাখির উড়াল
তুমি চেয়ে আছো–অনন্তে একটা আক্রোশ ও
লাল ঘুড়ির পেছনে ছুটতে ছুটতে
হঠাৎ একটা বিষণ্ণ রাতের উচ্ছ্বাসের কথা মনে পড়ে গেলো,
জলের বুদ্ বুদ্ ওঠে আসছে
সেই তাপ ও জীবনের বন্ধুরভূমি তেতে উঠছে
কোথাও তো চৈতের আগুন
অরণ্য পুড়িয়ে ছারখার করে দিচ্ছে।