আলোঘর

সৌরভ কুমার পোদ্দার, বীরনগর, নদিয়া ##

আলো জাগুক সারাটা রাতভর,
ফিরছি আমি পড়শি গলি ধরে৷
গান বাজনার প্রহর গুলোই জানে—
কেমন করে বৃষ্টিরা সব মরে৷

আমি কেবল ডিঙি জলে হাঁটি,
পথেরা সব যেমনি সরে যায়৷
নতুন ভাবে বাঁচার আশ্রয়—
খুঁজতে থাকি তোমার আস্তানায়৷

নতুন প্রেমিক! সেও ভালো বোঝে,
কেমন সবাই মুখ লুকিয়ে কাঁদে৷
তুমি এখন হাঁটছ অনেকদুর—
ফিরবে? কেমন কুশল সংবাদে?

ছুটছে ঘোড়া মনের মত বেশ,
তুমিও যেন হাসছ কেমন করে৷
দিন পেরিয়ে ঘর সাজানোর কালে—
আলোর মত মেঘও পড়ুক ঘরে৷৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =