এই শহর কি এখনও একলা
শ্রদ্ধা চক্রবর্তী ##
বিকেলের আলোতে ভরে উঠা সন্ধ্যেতে
কেউ অপেক্ষা করবে
বাস স্ট্যান্ডের ধারে পড়ে থাকা আবর্জনায় এসে বসবে কতো শত পিঁপড়ে
খুঁটে খাওয়া জীবনে ওরাও কিছুটা ভালোবাসা চায়
আমার মতন
ভেঙে চূড়ে ভালোবাসা পেতে চায়
ঐ চায়ওয়ালী মেয়েটিও
এই পথের দূরত্বে অনেক কিছু চলে গেছে
সবসময়
তবুও অনুভূতি কে কাছে টেনে
তুমি সবসময় জরিয়ে রাখো
এই হৃদযন্ত্রটাকে
এই রাস্তার হাজার গাড়ির মাঝখানে
কখনো তোমার চার চাকার ছাপ পড়বে এই শহরের একলা গলির ভিতর
কিজানি কখনো
হয়ত
দু থেকে এক হয়ে যাবো একঘরে…