বৃষ্টি তুই কাঁদিস না
কালীপদ মণ্ডল, পুরশুড়া, হুগলী ##
বৃষ্টির ক্লান্ত শরীরে
আমিই দেব বসন্তের টীকা
আদিগন্ত ভারতে দুর্নীতি আর
দেশপ্রীতির রক্ত ঘেঁষা প্রণয়ে
তোর জর্জর শরীর পাবে না
সিদ্ধির আরক।
অবিরাম অশ্রু বর্ষণে ব্যথিত মাটি
ফসলভার গর্ভ নিয়ে নিজেই উৎকণ্ঠিত
কৃষাণের স্বপ্ন দেখার বিস্ফার আকাশে
ঘোরাফেরা করে বিপন্নতার ছায়া—-
তোকে দেখবে না কেউ ফিরে।
পদধ্বনি শোন—আরও অনেক অশ্রুত কান্না
মুছে দেবার জন্য প্রস্তুত হাজার হাত
প্রলোভন মুক্ত নির্ভয় বুকের গভীরে
উঠেছে নূতন ঢেউ
চালিয়েছি পা, বাড়িয়েছি হাত
বৃষ্টি এবার তোকে থামতেই হবে
এক মুক্ত আকাশ দেব উপহার
দেশ বাঁচবে,জাত বাঁচবে
বাঁচবে মানুষ
এ শুভ সমাচারে
বৃষ্টি তুই কাঁদিস না।