মন খারাপের বিকেল
অতনু নন্দী ##
দিগন্ত রেখায় ঢলে পড়েছে আসমানী বিকেল,
বুনো পথ ভেদ করে ছুটে আসছে মহিষের দল।
সন্ধ্যের কিনারে এসে দাঁড়িয়েছি।
অরণ্যের গভীরতায় ভীষন উপাদেয় নিঃসঙ্গতা। একাকিত্বর সঙ্গে সঙ্গম।
মনে হচ্ছে ঠিক যেনো সু -সাইড পয়েন্ট।
সব আহ্লাদ ভেঙে অবসাদরা গড়িয়ে পড়ছে আসমানী বিকেলের কোলে।
আলো ফুরিয়ে আসে।
বহমান জীবনের স্রোত থমকে দাঁড়ায়।
পুরনো কিছু মৃত শব্দকে রেখে যেতে ইচ্ছা হয় ফেলে আসা ময়ূরীর গলায়।
ঝড় তুলবো ….
মৃত্যুর বিরুদ্ধে যাব,
শেষ বারের মতো গরল ঢালি কবিতার পাতায়
আদিম জ্বালায়॥