জ্ঞানী

   রনিতা মল্লিক, তারকেশ্বর, হুগলী

আমি  না আমার মতোই, আমার দলেই থাকতে চাই-

 না জ্ঞানী, না মধ্যবিত্ত জ্ঞানী, না অশিক্ষিত, না কোনোটাই।

জ্ঞানী? একদম না, মধ্যবিত্ত জ্ঞানী? না না, আর অশিক্ষিত? একেবারেই না-

আমি না আমার দলেই থাকতে চাই, কারোর দলে না।

বেশি জ্ঞানী হলেও জ্বালা, কথায় কথায় একটু করো ভুল,

 পেছনের মানুষগুলো তোমার টিকি ধরে টেনে, করে দেবে সব ভুলের উসুল।

 আর মধ্যবিত্ত জ্ঞানী? ওর জ্বালা তো সব থেকে বেশি, একটু করো ভুল,

 জ্ঞানীদের হাজারটা জ্ঞান আর অশিক্ষিতদের ভাষণের হুল।

বলে,শিক্ষিত হয়েও ভুল করল কি করে, কে জানে-

আমরা না হয় অশিক্ষিত, ওরাতে অন্তত পড়াশোনাটা জানে।

এবার আসি অশিক্ষিতয়, এদের কথা কেউ কানেই নেয় না, ভুল ধরা তো দূরের কথা-

যা বলে সব ভুল, এদের আছে নাকি কোনো বুদ্ধিমত্তা?

 আসলে এই সমাজে মানুষগুলি কেউ কাউকে দেয়না সম্মান, আগে নিজে সম্মান পেতে চায়-

 এটা বোঝেনা, আমি কাউকে সম্মান না দিলে- তারা আমাকে কি করে সম্মানটা দেয়!

 আমরা মানুষেরা ভাসছি গড্ডালিকা প্রবাহে, মিথ্যার পেছনে ছুটে বেড়াই-

 মরীচিকার লোভে বেশি আশা করতে গিয়ে- নিজের সম্মানটা নিজেই হারাই।

কি করি বলতো আমি? কোন দলেই বা যাই!

 না বাবা! আমি আমার মতই, আমার দলেই থাকতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

preload imagepreload image