অনুভূতির পিপাসা
আবদুস সালাম, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ ##
অবাঞ্ছিত স্রোত
ভেসে চলেছি অজানায়
আধপোড়া সিগারেটের ধোঁয়ায় নীতি কথা পাক খায়
পাঠ করি আত্মক্ষরণের বর্ণমালা
অবাঞ্ছিত আক্রোশে চলকে ওঠে জলের শ্লোক
নদীর ভাঁজে বসে আছে গুপ্ত ঘাতক
ওরা শ্বাস কস্টের মতো জেগে জেগে ঘুমায়
বিষন্ন অন্ধকার শোনায় পথ হারানোর গান
জীবনের গল্প মিশে দিক চক্রবালে
ইতিহাসের পাতায় উঠে আসে সমুদ্রের নীল অহংকার
ভেতরে বাহিরে শুধু যুদ্ধ আর যুদ্ধ
যন্ত্রণারা খুবলে নিচ্ছে সামাজিক পোষাক
রাস্তার চারপাশে আঁকা পিপাসার —-কারুকার্য
আর
ঠিকানা হীন নীল খামে ভরা সহবাস কথা
স্রোতের ধাক্কায় মিলিয়ে যায় নিরাপত্তার ওম