জামাইষষ্ঠী

বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া

জামাইষষ্টী !আসবে জামাই তাইতো নগেন খুড়ো-

সেজেগুজে যাবেন বাজার, করেন তাড়াহুড়ো।

কোলাপুরি চটি পায়ে, পাটি পাতা চুলে-

চলেন খুড়ো থলে হাতে বাজার হেলেদুলে।

কিন্তু খুড়ো ভির্মি খেলেন, দ্যাখেন বাজার গিয়ে-

ধরতে যেটা চান যে সেটাই পালায় ফাঁকি দিয়ে !

অগ্নিমূল্য বাজার দেখেই খুড়ো ভ্যাবাচ্যাকা

কিনবেন কি মাছ মাংস, লাগছে যেন ছ্যাঁকা ।

আম জাম আর লিচু যেন দাঁত খিঁচিয়ে হাসে-

ইলিশ মাছের মুড়োও যেন গেছে পরবাসে ।

 দ‌ই মিষ্টি কাঁচাগোল্লা ওরাও নীহারিকা-

সর্ষের ফুল দ্যাখেন খুড়ো-দ্যাখেন মরীচিকা ।

অনেক ভেবে তিন আঁটি শাক থলের ভিতর নিয়ে-

নগেন খুড়ো ঘরে ফেরেন খিড়কি দুয়ার দিয়ে ।

কোনক্রমে সেই থলিটা দিয়ে খুড়ির হাতে-

খুড়ো আমার এলিয়ে পড়েন সোজা গিয়ে ছাতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =