রূপ, রস আর যৌবন
সৌমেন ফৌজদার ##
কালো
কালো ঝোপ মাখছে ক্লোরোফিল।
যতই সকাল হচ্ছে
ফুলটার রহস্য ভেদ হচ্ছে।
প্রতিটা জেগে ওঠা পাখির সাথে
সাথে উন্মুক্ত হচ্ছে তার শরীর।
একটু একটু করে গন্ধ বেরিয়ে আসছে।
ভরছে বাতাস, লাগছে নাকে।
প্রতিটা মৌচাকের ভাঙ্গছে ঘুম
আর গুটি ভাঙ্গে প্রজাপতি
রূপ রস দিয়ে পাপড়ি যৌবনা হচ্ছে
শুধু গাছের কথা ভেবে।
এই রস, এতো গন্ধ আর পাপড়ির সারা জীবনটা লাগে
ফুলের গর্ভ ভরাট করতে।
সারাটা দিন শেষে পাপড়ির কাজ
প্রায় শেষ হয়।
রূপ রস খোয়ানো রুগ্ন পাপড়ির শেষ
অধ্যায়ে যোনিভেদে জন্ম হল
রসালো ফল।
গাছের ভবিষ্যৎ।