উপকারী ফুল দাদমর্দন

রাস্তার ধারে ঝোপ জঙ্গলে সবুজ গাছে ফুঁটে থাকে হলুদ রঙের  ফুলগুলি। ঝোপ জঙ্গলে ফুটে থাকার জন্যই হয়ত মানুষকে তেমন আকর্ষণ করে না। কিন্তু এই গাছ ও ফুলের রয়েছে ওষুধী গুণ । গাছটির ভাল নাম দাদমর্দন।

দাদমর্দন গুল্ম শ্রেণির উদ্ভিদ। প্রাকৃতিকভাবেই এই গাছ জন্মায়, বাড়তি পরিচর্যার দরকার হয় না। দাদমর্দন এর ইংরেজি নাম Candle Bush এবং বৈজ্ঞানিক নাম Senna Alata.  ক্যাশিয়া জাতের এই ফুল গাছটির শোভা বর্ধক ফুল ছাড়াও ওষুধী গুণেরও খ্যাতি রয়েছে।

দাদমর্দন গাছ খুব দ্রুত বড় হয়। এর কাণ্ড হালকা হলুদ রঙের নরম সর্বোচ্চ দুই মিটার পর্যন্ত উচু হয় গাছটি। নরম-কাষ্ঠল গুল্ম উদ্ভিদ। এর পাতাগুলো অপেক্ষাকৃত বড় এবং সুবিন্যস্তভাবে সাজানো। পাতাসহ ডালের দৈর্ঘ্য ২৫ থেকে ৫৫ সেন্টিমিটার। খাড়া কাণ্ডে ও ডাটায় হলুদ রঙের ফুল ফোটে নিচ থেকে উপরের দিকে। ফুলের দৈর্ঘ্য হয় প্রায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার।

চর্ম ও যৌন রোগে এই গাছের পাতার রস ব্যবহার করা হয়। দাঁদ ও খোসপাঁচড়া রোধে এর পাতার রস ব্যবহার করা হয়। চর্মরোগে এই গাছের ব্যবহার বেশি হয় বলেই হয়ত এ দেশে দাদমর্দন নামে পরিচিত এই  গাছটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 8 =