বর্ষায় চুল ও ত্বকের প্রয়োজনীয় যত্ন

বর্ষা মানেই যখন-তখন বৃষ্টি। এসময় খুব গরম যেমন থাকে আবার বাতাসে আদ্রতাও বেশি থাকে। তাই এ আবহাওয়ার সাথে আমাদের ত্বক সহজে মানিয়ে উঠতে পারে না। ফলে দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা।

জেনে নেওয়া যাক বর্ষার সময়ে চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতে কী করবেন..

চুল

অনেকেই সময়ের অভাবে চুলে শুধু শ্যাম্পু করে দ্রুত অফিসে বা বাইরে চলে যান। বর্ষাকালে এমন করা একেবারেই উচিত নয়। হাতে যতই সময় কম থাকুক না কেন শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগান, এর ফলে চুলের মোলায়েম ভাব বজায় থাকবে। চুলের ধরণ বুঝে সপ্তাহে অন্তত একদিন মাস্ক লাগান। এতে চুল তার উজ্জ্বলতা হারাবে না।

ত্বক

চুলের পাশাপাশি বর্ষায় ত্বককেও অবহেলা করা যাবে না এবং নিতে হবে বাড়তি যত্ন। আপনার যদি তেলতেলে ত্বক হয় তবে অয়েল-বেসড প্রসাধনী সামগ্রী একেবারেই ব্যবহার করবেন না। জেল বেসড প্রোডাক্ট বর্ষায় বেশি উপযোগী। সানস্ত্রিন ও মেকআপ প্রোডাক্ট যেন ম্যাট ফিনিশ হয়। এছাড়া গরম কমলেই আমাদের মধ্যে কম জল খাওয়ার প্রবণতা দেখা যায়। বর্ষাকালে কিন্তু সেটা করলে একেবারেই চলবে না। বর্ষাতেও দিনে আট থেকে দশ গ্লাস জল খেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − six =