শেষ ট্রেন
জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা ##
হয়তো সেটাই সত্যি
সব সম্পর্ক একদিন মরে যায়,
নিজেকে নিজেই যখন দেখি
তখনই দেখি তুমি আদর দিয়ে ঘেরা।
ভাঙা রেলিং এর ধারে যতদূর দেখা যায়
অন্য কারো নাম নয় তোমার নাম গেছে দেখা।
কত আগুন পিছনে ছুঁড়েছি,
শুধু তোমাকে পাব বলে রোদে জলে
ভিজেছি পুড়েছি।
যদি চোখ ফিরিয়ে একবার দেখ?
দেখবে কত লোকের ওঠানামা
আর তোমারই ভেতরে দাঁড়িয়ে থাকা
আমির আঁধার মনের যোগ।।