দুর্গাপুরে শিল্প ও সাহিত্য পত্রিকার শততম সংখ্যা প্রকাশ ও কবিতা উৎসব
গত ৪ই আগস্ট দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শিল্প ও সাহিত্য পত্রিকার শততম সংখ্যা র প্রকাশ ও কবিতা উৎসবের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের কবি ছাড়াও বাংলাদেশের কবিরাও যোগ দান করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডঃ সুরঞ্জন মিদ্দে। এছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, ড:সুশীল ভট্টাচার্য, কবি বিকাশ গায়েন,হারাধন দত্ত,লুৎফর রহমান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রায় দুশো জন কবি কবিতা পাঠ করেন। ১৩ জন বিশিষ্ট ব্যাক্তিকে সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া ৯জন লেখকের গ্রন্থ প্রকাশও হয় এই অনুষ্ঠানে।
সম্পাদক রাজীব ঘাঁটীর সঙ্গে সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা করেন সংগঠক ও কবি শান্তনু ভট্টাচার্য ও কবি আশরাফুল মণ্ডল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইতুশ্রী মোহন্ত মুখোপাধ্যায়, কাকলী দাশগুপ্ত,অনিন্দিতা সেন, আশরাফুল মণ্ডল, শান্তনু ভট্টাচার্য, উমাশঙ্কর সেন, পায়েল পল্যে কাঁড়ার, রঘুনাথ সিংহ ও সজল বাগ। সকাল সাড়ে ন’টা থেকে অনুষ্ঠান চলে বিকাল পাঁচটা পর্যন্ত। অংশগ্রহণকারী প্রত্যেককে পত্রিকার পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়।