মধু মাখা
অভিজিৎ মান্না , আরামবাগ, হুগলী ##
মধু মাখা আমার পাড়া
সোঁদা মাটি মাতাল করা
সেই মাটিতে যত ধুলো
পবিত্রতায় জগৎজোড়া
দূর থেকে ওই রোদের ঝিলিক
অঙ্গে মেখে ছোট্ট শালিখ
আসতে যেতে তাকিয়ে থাকে
এটাই তার হয়তো ঠিক
পাড়ার যত বীর রমণী
মাথায় দেয় কল্কে ফুল
শীষের উপর হাতটি বুলায়
ঝোলায় তারা কানের দুল ।
নদীর পাড়ে কানাই মুদির
দিন রাত্রির দোকান খোলা
জোৎস্না রাতে জালটি নিয়ে
ঘুরে বেড়ায় মোটা ভোলা
মুক্তি মালার গল্প পাঠে
মজে থাকে সুখের ভূমি
ভাববে যত অবাক হবে
দাঁড়িয়ে থাকে হাজার চুমি ।