ভাবনাপুঞ্জ

রিয়া ভট্টাচার্য, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর ##

কুয়াশামাখা প্রান্তরেখা ঘেঁষে…..

আলগোছে পথ হাঁটে কিছু জাদু বাস্তবতা,

মেঘের আস্তিনে লুকোনো কিছু আপেক্ষিকতার তাস—

হরতনের টেক্কা হয়ে জিতিয়ে দেয় জীবনখেলা;

প্রতিবার…..

কুসুমগরম চায়ে চুমুকের মত মন্দ্র—

কিছু ক্ষণজন্মা অনুভূতি রাতের চাদর মুড়ে হাসে,

কন্টকিত অপেক্ষারা শেকল পরায় পায়ে;

তবু বোবামন আবার ভালোবাসে।

নক্ষত্রের মাঝে জমে থাকা কিছু উদাসী অবসাদ—-

খেয়ালনামা লেখা আবেগের খেরো খাতা’

কালের কুলুঙ্গিতে তুলে রাখা কিছু অতীত মনস্তাপ……

প্রভাব ফেলেনা বর্তমানে,

কোনো ঝঞ্ঝাক্ষুব্ধা গৃহহারা মরালী যেমন….

নব উদ্যমে বাসা বাঁধে পাহাড়িয়া আনাচে-কানাচে,

রয়ে যায় লেগে পুরাতনী শোক—

মুছে যায় মেঘমালা থেকে ব্যর্থ অভিযোগ,

নবনীড়ে বাজে মিলনিয়া সুর কোমলগান্ধারে……

ভালবাসা যদি কেড়ে নেয় সব;

হয় তো বা ফিরিয়ে দিতেও পারে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =