বসে আছো কেন ?
অনুপম সান্যাল ##
সিগারেটের ধোঁয়া পাক খেতে খেতে
গিয়ে আঘাত করে ফুসফুসের
কোমল হৃদয়ে।
ফটোগ্রাফিক প্লেটে ধরা পড়ে
আঘাতের চিহ্ন।
আগামীর বিপদের ঘণ্টা বাজিয়ে
শরীর কে সচেতন করে
নরম ফুসফুস।
সারি সারি গাছ। বিস্তৃত বনভূমি।
এপার – ওপার একাকার তার।
দাবানলের লেলিহান শিখা
সবকিছু পুড়িয়ে করে দেয়
ছারখার।
আগুনের তাপে প্রকৃতির উষ্ণতা
যায় কয়েকগুন বেড়ে।
বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড
ছড়িয়ে পড়ে একপ্রান্ত থেকে
অপর প্রান্তে, এক দেশ থেকে
অন্য দেশে, এক পৃথিবী থেকে
আরেক পৃথিবীতে।
“গ্লোবাল-ওয়ার্মিং”- বিপদের
ঘণ্টা বাজায়।
পৃথিবীর ফুসফুস- “আমাজন”
আজ আক্রান্ত।
ভয়ার্ত দাবানল গ্রাস করছে তাকে।
বিশ্ব-সংস্থা নির্বিকার চিত্তে বসে
ধরিত্রির এই সংকটে।
রাজনৈতিক ভেদাভেদ ভুলে;
অস্ত্রের আমদানি- রপ্তানি বন্ধ করে,
যুদ্ধ-যুদ্ধ খেলা না খেলে-
আমরা কি পারিনা
কিছু একটা করতে।
পারি না কি ??