রবার্ট-মুগাবে
অনুপম সান্যাল ##
হাতে লাঠি, পরনে সামরিক পোশাক।
কালো রঙের বৃদ্ধ আফ্রিকান নেতা
সামরিক গাড়িতে এগিয়ে চলেছে ।
ব্রিটিশ শাসন থেকে ছোট্ট আফ্রিকার দেশ-
দক্ষিণ আফ্রিকার জামবেজি ও লিমপোরো
নদীর মাঝে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া,
বটসওয়ানা ও মোজাম্বিকের সীমান্ত
ঘেরা দেশ- জিম্বাবোয়ে -কে স্বাধীন
করার কারিগর তুমি।
দীর্ঘ চার দশক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে
যে মানুষ তারই নাম- মুগাবে।
ক্ষমতার কেন্দ্রবিন্দু কোনোদিনই স্থির নয়।
কালের করালতলে একদিন সবই হয়
বিলীন। মুগাবেও ব্যতিক্রমী নয় ।
ক্ষমতা থেকে সেও অপসারিত।
উত্থান- পতনের, রঙিন- বিবর্ন জীবনে,
মৃত্যু চিরকালীন সত্য।
সেই সত্যের হাত ধরেই চলে গেলেন।
রবার্ট মুগাবে আর নেই।
আফ্রিকার এক বর্ণময় চরিত্রের অবসান।
ইতিহাসের পাতায় হবে স্থান ।