ক্লান্তি
আশিক ফয়সাল, স্বরূপনগর, উত্তর চব্বিশ পরগনা ##
হাসনাহেনা ফুল ফুটেছে
রাত্রি অন্ধকার
ঘুম আসে না নিথর চোখে
মন মেনেছে হার।
হার মানা মন ক্লান্ত তবু
যুদ্ধ করে রোজ
যুদ্ধ যে তার শেষ হয় না
পায় না দিনের খোঁজ।
খোঁজ করে দিন পায় বা না পায়
কষ্ট ঠিকই পায়
বন্দী পাখি মুক্তি পেলে
কোন দিকে বা যায়।
যে দিকে যায় কৃষ্ণগুহা
শহর পোড়া সাজ
হঠাৎ কেমন বদলে গেছে
ঋতু গুলোও আজ।
ঋতুর মতো তুমিও আজ
বদলে গেছো খুব।
ধূসর মনের স্বাদ গুটিয়ে
ক্লান্ত আমি চুপ।