অভিসার

কিশলয় গুপ্ত ##

মেঘলা আকাশ- একলা দুঃখী চাঁদ-
সামনে শুধু ধূ ধূ খোলা ছাদ।

সকাল বেলার একটা দুটো ভুল-
হাওয়ার চাপে রুক্ষ এলোচুল।

নোয়া শাঁখায় ফোটাচ্ছে আলপিন-
ছাদ ফাটছে- দু’হাতে কাল দিন।

লীন তাপেতে গলন্ত সব ঋণ-
মেঘের বুকে বাজায় ভায়োলিন।

মেঘ বালিকার আঁচলেই দুপুর-
আগুন সুরে বাজাচ্ছে সন্তুর।

এমন পরকীয়ার ঈশ্বর ভজলি
দুই মশারী একটা বালিশ বৃহৎ মজলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =