আকাশের ধুলোয়
বাসুদেব সেন, বানীপুর, উঃ ২৪ পরগনা ##
বিস্তীর্ণ আকাশের ধুলোয়
একটা ছাই রঙের মেঘ চিরকাল
উড়ে যায়।
বকের পাখায় ঝিকিমিকি আলো ;
বিস্তীর্ণ আকাশের ধুলোয়
আমাদের সুখদুঃখ আনন্দ বিষাদ
ভেসে যায়।
পরিযায়ী পাখিদের দেশে দেশে ঘোরা :
বিস্তীর্ণ আকাশের ধুলোয়
আলো আঁধারের সঙ্গম
খেলে যায়।
পরাধীন মাটিতে স্মৃতি ফেলেফেলে আসা :
বিস্তীর্ণ আকাশের ধুলোয়
মৃত মানুষের মাংস
পড়ে যায় ।