মুক্তি
দীপক জানা, বাউড়িয়া, হাওড়া ##
নতুন জগৎ যেন ডাকছে আমায়,
উড়ে উড়ে চলে যাবো;আর কে থামায়।
সেথায় থাকবে শুধু খেলা আর গান,
সবাই সরল আর খোলামেলা প্রাণ।
শাসন বারণ নেই, নেই জারি জুরি;
প্রজাপতি পাখিদের সাথে যেন ঘুরি।
রেসারেসি থাকবেনা, কোনো প্রতিযোগি,
থাকবেনা রোগ জ্বালা, থাকবেনা রোগী।
মশা মাছি থাকবেনা।পাখি প্রজাপতি
ফুলে ফুলে উড়ে যাবে সুন সান গতি।
সারাদিন খেলে উড়ে সব গান গেয়ে
সন্ধ্যেবেলায় আর থাকবোনা চেয়ে।
ঘুমিয়ে দেখবো কোনো জ্যোতির স্বপন,
পরম আপন ছোঁয়া পাবো যে তখন।