খন্ডিত জীবন
মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান ##
একান্নপালিত যে সব মানুষ
ছিল একান্নবর্তী,
মন-বাতায়ন অবারিত ছিল
পরমানন্দ ভর্তি ।
বিপদ আপদে ভরসাও ছিল
আদরে শাসনে লালিত,
শৃঙ্খলা ছিল পরিবারে, আর
কর্তব্য নিষ্ঠায় পালিত ।
ক্রমশ যতই ভেঙ্গেছে সংসার
লোভ লালসায় অর্থে,
হিংসা জড়ানো কুটিল সময়
শান্তি গিলেছে স্বার্থে ।
গন্ডীতে বাঁধা খন্ডিত জীবন
ভাবো যা সাফল্যমন্ডিত,
আসলে সেখানে দন্ডিত মন,
সময়ের পাকদণ্ডী তো !