পালোয়ান
বদ্রীনাথ পাল, পুরুলিয়া ##
সে নাকি ভাই বীরপুঙ্গব, ভীষণ পালোয়ান,
তার মতো কেউ এতল্লাটে নেইকো বলবান।
বাজখাঁই তার গলার স্বরে হার মেনে নেয় মেঘ-
নিশ্বাসটা এমন, যেন বোশেখ ঝড়ের বেগ!
শুঁড়টা টেনেই হাতী মারে,কিলিয়ে মারে বাঘ,
দু’দশ খানা সিংহ মারে হয় যদি তার রাগ।
নস্যি নাকি তার কাছেতে ধামা দু-চর ভাত,
দিনে নাকি বড্ড ঘুমোয়, জাগে সারা রাত।
তাকে দেখে ল্যাজ গুটিয়ে কুকুর ডাকে ‘ঘেউ’-
কিন্তু তাকে আজ অবধি দেখেই নি তো কেউ!!