সুখ
নীলাঞ্জনা রায়, হাওড়া ##
কোথায় খুঁজিনি তোমায়?
অমি সুখের কথা বলছি……..
অর্থের মাঝে তোমায় খুঁজলাম
সে এক কাল হল –
সম্পর্কের মধ্যে হাতড়ে বেড়ালাম,
সে তো নষ্ট হয়ে যেতে বসেছে….
তবে সন্ন্যাসীর মতো ধ্যানমগ্ন হলাম
বিপুল বিশ্বের মাঝে শুনতে পেলাম মোহন বাসির সুর
সুখ?
সে তো লুকিয়ে আছে অজস্র বিপন্নতার মাঝে…