কে হবে আমাদের সন্তান

  উত্তমকুমার পুরকাইত ##

এখন উথালপাতাল রাত, প্রতিদিন ঝড়

এখন বাঁচাতে পারে নিভৃত আদর

এসব বলেছিল শবনম। 

বলেছিল, আমার দেশ কেন আমার নয়? 

আমার ধর্ম কেন আমার নয়? 

যেকোনো দেশ এখন ডুবন্ত জাহাজের উপর,

আর ধর্ম!

তার প্রাচীন বলিরেখায় ভর করে বিচ্ছেদের ঈশ্বর। 

শবনম ঠোঁট রাখে ঠোঁটে, হাত রাখে হাতে

জীবন-জোনাক ভেসে চলে খেয়াঘাটের পথে; 

নক্ষত্রের গুঞ্জরনে হাট কাঁপে,মাঠ কাঁপে

সে চিৎকার করে, 

কে হবে আমাদের সন্তান?

কোনো জন্মান্ধ নয়, এক খুনে যাযাবর

সবকিছু তছনছ করে যে বলবে

অনেক হয়েছে বিভেদ, 

পৃথিবীটা কারও বাপের নয়

কয়েকটা অক্ষরে যেখানে লিখে দেওয়া যায়

ভিনধর্মের আলিঙ্গন এখানে নিষেধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − three =