আত্মবিশ্বাস
খোদেজা মাহবুব, ঢাকা, বাংলাদেশ ##
মন থেকে ঝেড়ে ফেলেছি
যন্ত্রণার সবটুকু স্মৃতি
নির্মল প্রশান্ত বাতাসে
বুক ভরে শ্বাস নেই
আর দীর্ঘশ্বাসে ভারী হতে চাইনা
এই মুহূর্তে আমি মুক্ত আকাশে
একগুচ্ছ পাখির পালক
অস্থির চিন্তার কত দিন
পুড়েছি অন্তহীন কান্নার আগুনে
বহু সকাল বিকাল শেষে
আজ নূতন করে জেগে উঠেছি।
##
ঘোর লাগা দিন থেকে
তুলে এনেছি আত্মবিশ্বাসের সবুজ পত্রাবলি
ছড়িয়ে দিয়েছি হতাশার অদৃশ্য শরীরে
একটি সবুজ পাতাও যদি সুর তোলে
আমার স্বপ্ন ও ভ্রমণের পথ এক হবে
আমি তবে শান্তি পাই।