আমার দুনিয়া
কালীপদ মণ্ডল ##
আমার দুনিয়া বড় ছোট
তবু রয়েছে একরত্তি প্রতিবাদ
এখনও সময়ের গায়ে দগদগে ক্ষত
শুনি যে তার আর্তনাদ!
ধর্মের গর্ভে প্রোথিত বীজ হিংসার
লাঞ্ছিত তাই মানবতা
ধর্ষিত শিশুর লাশ নিয়ে চলে
ধর্ম যাচাইয়ের বাতুলতা
ঘাতকের চেয়ে গরুর বিচার তুঙ্গে
রায় যায় গরুর কপাল গুণে
অপরাধীর বিলকুল জামিন
গণপ্রহারের মানুষ খুনে।
দুয়ের পকেটে জমা হয়
দশের ঘাম ঝরা ধন
লুটের দেশে লুটেরার দেখি
নির্বাধ পলায়ন!
আমার দুনিয়া ভীষণ ছোট
তবু লড়াই জারি থাকে
এখনও স্বৈরাচারীর রক্তিম চোখে
সমানে চোখ রাখে।