প্রেমের কবিতা
কিশলয় গুপ্ত ##
মাথার কাছে রেখেছি সযত্ন ধর্মগ্রন্থের মতো
রুদ্র মহম্মদ শহিদুল্লাহের কবিতা সমগ্র
যেমন থাকে মহাভারত, বাইবেল অথবা কোরান।
যেমন থাকে দুশো ছয়খানা হাড়-শিরা
উপশিরা-ধমনী-রক্ত-মাংস তেমনি আছে
রুদ্র মহম্মদ শহিদুল্লাহের কবিতা সমগ্র।
রুদ্রকে আমি জানি না। কিন্তু চেনা মানুষের
সাজানো অক্ষর মালা অলৌকিক হাওয়ায়
বাংলাদেশ-অক্ষর প্রকাশনী, সরিফুল ভাই ভেসে
বিনয়ের সাথে চলে এসেছে গরীব হাতে।
বিনিদ্র হাতড়ে চলেছি- যেমন হাতড়াই
মানুষের ধর্মদোষ, লৌকিকতা, রক্ত খেলা।
সর্ষে ইলিশ আর গলদা চিংড়ির মালাইকারির
পরিবর্তে এই প্রেমিক বুকে গোটা বাংলাদেশ।
মাথার কাছে সযত্ন রেখেছি ধর্মগ্রন্থের মতো
রুদ্রের কবিতা সমগ্র নাকি সরিফুল ভাই এর ভালোবাসা!