বিশ্বের সব চেয়ে বড় বই

উত্তর হাঙ্গেরির ছোট্ট একটি গ্রাম সিনপেটরি। সব মিলিয়ে হয়তো ৩০০ জনের মতো মানুষ বাস করেন সেখানে। ছবির মত সুন্দর সে গ্রাম এখন সংবাদ শিরোনামে।

কিন্তু হাতে বানানো বিশ্বের সবচেয়ে  বড় বইটি রয়েছে এই গ্রামেই। ছজনে মিলে বইটির একটি পাতা উল্টাতে হয়।

৭১ বছর বয়সী বৃদ্ধ বেলা ভার্গা বইটি তৈরি করেন।ঐতিহ্যবাহী বই বাঁধাইয়ের কৌশল অবলম্বন করে বিশাল আকৃতির এই বইটি বানানো হয়েছে। তিনশো ৪৬ পাতার বইটির ওজন প্রায় ১৪২০ কেজি। এতে উদ্ভিত ও প্রাণিজগত, গুহা ও স্থানীয় স্থাপত্যকলা জায়গা পেয়েছে।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য বইটির একটি ছোট সংস্করণও তৈরি করেছেন বেলা। ছোট বইটির ওজনও প্রায় ১১ কেজি।

বেলা জানান, শুধু এটির আকার আকৃতির জন্যই নয়, বইটির তৈরির ক্ষেত্রে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোও বেশ আকর্ষণীয়। বইটির মলাট তৈরির জন্য আর্জেন্টিনা থেকে কাঁচা কাঠের টেবিল এবং পশুর চামড়া ব্যবহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nine =