প্রহর

মিতালি চক্রবর্তী, বনগাঁ, উত্তর ২৪ পরগনা ##

বিশুদ্ধ সিদ্ধান্তমতে অপরাহ্ন আমাকে গিলে খায়,উপভোক্তার মত। 

আমি অভ্যাসের আশাবাদ চর্চা করি আপন শরীরে, 

সমস্ত মেদুরতা অনায়াসে ধারন করি

গর্ভকালীন অবসাদে। 

শাস্তির বহনযোগ্যতা 

গ্রাস করে আমাকে, 

স্পর্ধায় তুলে নিই ঘাড়ে

ভারী দন্ডপতাকার, 

অজানা শক্তির অপার

শাস্তির জন্য নতজানু হয়ে থাকাটাই ভবিতব্য মেনে নিয়ে সীমান্ত ঘেরাটোপে বসে পড়ি,,,

তুমুল বৃষ্টির শব্দে 

যেখানে শব্দের ফোঁটারা লাল

ভিজে গেছি কতবার সেই ধারাপাতে। 

ব্যথা এবং উচ্ছাস 

ষুগপৎ আঁকড়ে ধরে আমাকে সশরীর 

আত্মিক আস্কারায়,

ভেজা জনমপঞ্জিকার সময়সারনীতে

অনিচ্ছার স্বেদবিন্দুতে 

সোহাগ মিলিয়েছে চূড়ান্ত বিরোধে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twelve =