ওরা হেঁটেই চলেছে পথে প্রান্তরে
মাধব মন্ডল, ডেবরা, পশ্চিম মেদিনীপুর ##
মাথায় নিয়ে বোঝা।
আজ ভাগ্য তাদের বিমুখ
পাচ্ছে তারা সাজা। ।
পেটের টানে গিয়েছিল তারা
দেশে বিদেশে।
সেই পেটেই আজ টান পড়েছে
করোনার করাল গ্রাসে।।
যে শ্রমিক আজ দেশ গড়েছে, পথ গড়েছে
গড়েছে ইমারত।
তারাই আজ কজ হারিয়েছে ঘর,হারিয়েছে
ঠাঁই হয়েছে পথ। ।
যুগ পাল্টেছে দিন কেটেছে
সেদিন নেই যে আর।
এখন আর নেই ক্ষমতা
তিনশো কিলোমিটার পথ হাঁটবার।।
ওদের শিশুও হাঁটছে পথে
গাইছে মুখে জয়ের গান।
ওদের চোখেও স্বপ্ন আছে
কিন্তু পেটে ক্ষুধার টান।।
ওদের কথাও ভাবতে হবে
চাইছে আজ একটু নুন দুমুঠো চাল
ওরাই কিন্তু দেশের কাজে
শক্ত হাতে ধরবে হাল।
মহামারীতে আজ ভুগছে দেশ
পাচ্ছে না খুঁজে পথ
শুধু তোমার নয় আমারা নয়
ওরাও তো দেশের ভবিষ্যৎ। ।