সভ্যতা
সমীর কুমার বন্দ্যোপাধ্যায়, রিষড়া, হুগলী ##
সৃষ্টির ঊষালগ্ন হতে
নারীপুরুষ
চলছিল সমান তালে
হঠাৎ কি করে কি হলে
পুরুষ পেশীশক্তিতে
নারীর পায়ে বেড়ি পড়ালে
বন্দী নারী চারদেয়ালে
তবুও
সভ্যতা এগিয়ে চলে
অনুসন্ধিৎসায়
জ্ঞানে বিজ্ঞানে
কিন্তু কখন যেন অলক্ষ্যে
আবার জেগে ওঠে
ইভ, আদিম নারী
নবরূপে
আজ আবার ওলোটপালট
পেছু হঠছে পুরুষ
নারী জাগছে
উদ্দামতায়
সভ্যতার ভিত নাড়তে।।