স্যালুট তোমায়
অনুপম সান্যাল ##
যত্ন করে লুকোনো ছিল তোমার গোপন।
মাটি ভেদ করে ফুলে-ফলে পল্লবিত
হওয়া উদ্ভিদের মতো,
প্রকৃতির নিয়মেই তুমি বেড়ে উঠেছো,
হয়ে উঠেছো সম্পূর্ণা নারী।
কত পুরুষের লোলুপ দৃষ্টি এড়িয়ে
যত্নে লালিত তোমার শরীর।
ভয়ার্ত আগুনের গ্রাসে অস্ট্রেলিয়া।
সিডনি, নিউ সাউথ ওয়েলস- জঙ্গলের
আগুনে পুড়ে ছারখার সব।
মাসের পর মাস ধরে দমকলের লোকেদের
নিরলস চেষ্টা – তবুও হারিয়ে গেল
চৌত্রিশটা মানুষের প্রাণ।
লক্ষ্য লক্ষ্য প্রাণীদের অকাল মৃত্যু
আটকানো গেল কই!!
হাজার হাজার ক্যাঙারু দ্রুততম পায়ে
পেরোতে চাইল বনের সীমানা,
আগুনের গতি হার মানাল তাদের।
কাল্পনিক গল্পের দানবের মতো,
আগুনের হাতের তালুতে
ধরা পড়ে গেল তারা।
কুয়োককা(QUOKKA) — happiest
animal on earth– নিরীহ, সুন্দর,
মন্থর– ঝলসে গেল আগুনের
লেলিহান শিখায়।
কুড়ি বছরের কেলেন ওয়ার্ড– কেঁদে
উঠল তোমার হৃদয়।
তিলে তিলে গড়ে তোলা তোমার শরীর।
তোমার নগ্নতা– শিল্প যেন।
এক লহমায় সরে গেল সমস্ত পর্দা,
উন্মোচিত তোমার খোলা শরীর।
“দ্য ন্যাকেড ফিলানথ্রপিস্ট”– টুইটার
হ্যান্ডেলে বিক্রি হল
তোমার নগ্ন দেহ।
প্রতিটি ন্যুড ছবির মূল্য– দশ মার্কিন ডলার।
সংগৃহীত অর্থ নিয়ে সাহায্যের হাত–
বাড়িয়ে দিলে তুমি-
অস্ট্রেলিয়ার দুর্গতদের পাশে।
হৃদয় তোমার কত চওড়া– মাপার
কোনো স্কেল আছে কী?
সৌন্দর্য্য ছিল তোমার শরীরে,
শিল্প ছিল মনে।
কী নাম দেব এই শিল্পের??
— দানশিল্প।
মহাভারতের কর্ণ, স্যালুট দিত তোমায়।
–