গদ্য ও পদ্য
বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া ##
জুটলো কটা নবীন কবি লালু বাবুর ঘরে-
কেউ বসলো তক্তাপোষে, কেউবা মেঝের পরে।
কথার মালা চললো বুনে যে যার আপন মনে-
কেউ বলে যায় দেশের কথা,কেউ চলে যায় বনে।
‘পদ্য’ লেখা সহজ বটে, বলছে সুজয় হেসে-
“মোটেই সেটা নয়কো সোজা” বলছে বিজন কেশে।
“মিলতে হবে শেষ বেলাতে,ছন্দ হবে খাসা-
কোমল ভাবের ভান্ড সেটি,সহজ সরল ভাষা।
গদ্য লেখা অনেক ভালো, ছন্দ বিহীন কথা,
ভাবটি পাবে ভাবের ঘরে ঘামাও যদি মাথা”।
এমনি করেই বাড়ছে কথা শেষ বুঝি নেই তার,
খেয়াল কারো হয়নি, বেলা দশটা হল পার।
চা-এর কাঁপে চা জুড়োলো, ঘেমেই গেলো ওরা-
গদ্য-পদ্য মিললো নাকো, বৃথাই তর্ক করা।
ভালো লাগল বেশ