ঘরে ফেরা হল না
সুমান কুণ্ডু, কলকাতা ##
জীবনের দাম ঘোষিত হল তোমার
কয়েক লক্ষ টাকা (কর যোগ্য)
তোমার রক্তে রাঙা
আজ সব জাতীয় সড়ক।
‘বিকাশ’ লুটোপুটি খাচ্ছে,
কাশ্মীর থেকে কন্যাকুমারী –
কচ্ছ থেকে কাছাড়।
ফেরা তোমার হয়ত হবে ঘরে
তবে তা ফুলে সজ্জিত গাড়িতে
তুমি যা ব্যার্থ হয়েছিলে যোগার করতে।
রাষ্ট্র তোমার জন্য পথে গোলাপ বিছাবে,
কিংবা রজনীগন্ধা, নিদেনপক্ষে গাঁদা
হাততালি দিয়ে সমবেদনা জানাবো ব্যালকনিতে
আমরা দেশের জনগণ।
ঘুমের ঘোরে কর্পোরেট হতে যাওয়া
রেলের চাকায় তোমার খন্ড-বিখন্ড দেহ –
রক্তে রঞ্জিত হওয়া না খাওয়া রুটি!
কে দায়িত্ব নেবে এ মরণযাত্রার
কটা মোমবাতি জ্বলবে
কতজন বুদ্ধিGB আওয়াজ তুলবে?
পথেই তুমি মা হবে
পথেই হবে বাবা,
আমাদের সন্তানেরা থাকবে দুধে-ভাতে!
তুমি এসেছিলে নীরবে
চলে গেলে সরবে
তবুও রক্ষে হে পরিযায়ী শ্রমিক
দেখতে হল না তোমায় অর্দ্ধদিবস কর্মসময়।
স্যানিটাইজ করে নেব হয়ত হাত আমি,
এ কবিতা লেখার শেষে –
ঝেড়ে ফেলব দায় নিজের অজান্তে!