ভালবাসা
শঙ্কর ঘোষ, কৃষ্ণনগর, নদীয়া ##
ভালবাসা এমন শব্দ কজনা বোঝে তার অর্থ,
অন্ধভাবে ভালবেসে আজ হচ্ছে অনেকের জীবন ব্যর্থ।
ভালবাসা দিলে তার বিনিময়ে পাওয়া যায় ভালবাসা ,
মানুষ মানুষকে ভালবাসবে এটাই সকলের মনের আশা।
ভালবাসা কথার প্রকৃত অর্থ ভরসা ও বিশ্বাস,
ভালবাসাকে বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ থাকবে নিশ্বাস।
ভালবাসার কাছে হার মানে ধনদৌলত টাকা পয়সা,
ভালবাসাই প্রেমিক প্রেমিকাকে ঘর ছাড়তে দেয় ভরসা।
ভালবাসা কখনো ধনী দরিদ্রের মধ্যে আলাদা হয়না,
প্রেমিকের ভালবাসা প্রেমিকার কাছে হয় গলার গয়না।
দীনদুখি অনাথ অসহায় মানুষদের ভালোবেসে খাওয়ান যারা,
খুব সহজেই দীননাথের আশীষ লাভ করেন তারা।
শত্রুর প্রতি যদি ভালবাসা প্রদর্শন করা যায়,
শত্রুও মিত্র হয়ে ভালবাসার হাত বাড়াতে চায়।
ভালবাসার আড়ালে লুকিয়ে থাকে ধূর্তের ধারালো ছুরি,
ভালবাসার মোহে ধূর্তের অস্ত্রে ফাঁসে মহতের ভুঁরি।
পিতা ধৃতরাষ্ট্র স্নেহান্ধ ছিলেন পুত্র দুর্যোধনের প্রতি,
কোনোদিন লক্ষ্য রাখেননি তিনি দুর্যোধনের কুমতি গতি।
পৃথিবীতে পিতামাতার ভালবাসাই একমাত্র অকৃত্রিম ভালবাসা যেন,
সেই পিতামাতাকে বৃদ্ধবয়সে ভালবাসার বদলে কষ্ট দিই কেন?
ভালবাসা ঘৃণা দুই নিয়ে গঠিত এই পৃথিবীখানা,
ভালোবাসতে না পারলে ঘৃণা করতে করছি সকলকে মানা।
ধন্যবাদ অবেক্ষণ পরিবারের সবাইকে। দীর্ঘদিনে এই সুন্দর পত্রিকার দীর্ঘায়ু ও শ্রীবৃদ্ধি কামনা করি।