বিস্মৃতি
ইন্দ্রাণী পাল, জনাই, হুগলী ##
কিছু কিছু শূন্যতা দীর্ঘদিনের অনভ্যাসে ভারহীন হয়ে আসে
তবুও তো এই বিশাল শহরের ওপর দিয়ে হেঁটে যাওয়া
ফ্লাইওভারের ওপর থেকে মানুষের সারি দেখা।
অনেকদিন আগে একবার তালসারির সমুদ্র দেখেছিলাম,
সমুদ্র ঠিক নয়। জল সরে গেছে। বালিতে পায়ের ছাপ
আজকাল আর সূর্যোদয় দেখা হয়ে ওঠে না
সকাল সকাল ঘুম ভাঙে না।
সেই চড়ুইটাও আর এদিকে আসে না
শুধু আমি ব্যথা যন্ত্রণা ভুলে লোহার গেটটা ধরে
প্রবল ঝাঁকুনি দিই।