নিশ্চুপ
প্রবীর রায়, হিলি,দঃ দিনাজপুর ##
সে সময় পত্রিকাগুলি ছিল সাহসী, নির্ভীক ও
নিষ্কলঙ্ক
তারা ছিল সত্যের, অসহায়ের, অনাগতের, ও
দুর্গত মানুষদের
সে সময় মানুষও ছিল কিন্তু মানুষের ভেষে অমানুষ নয়
সে সময় বিচারপতিও ভয় পেত সত্য বলতে
আর আজ
অনুষ্ঠান করেই বলছে আইন ধনীদের,নেতাদের
ও অন্ধের
যার যত বড় হাত-তার তত তাড়াতাড়ি সুরাহা
আর যাদের হাত আছে কিন্তু অকেজো তাদের কঠোর শাস্তি, তিলেতিলে লড়তে হয় জীবনের সঙ্গে
কষ্ট ও কান্না ছাড়া তাদের দ্বিতীয় কোনো পথ নেই বাঁচার
তাই আজ সাধারণ মানুষ ভীতু আরো ভীতু হয়ে যাচ্ছে
তাদের মুখের অন্ন তাদের সাপেক্ষেই অন্যজন ছিনিয়ে নিচ্ছে
কিন্তু তারা কিছুই করতে পারছে না – ভয়ে,
শেষে না প্রাণটিকে হারাতে হয় তাই একেবারেই নিশ্চুপ, স্তব্ধ