নিরুদ্দেশ
বদ্রীনাথ পাল, গৌরাঙ্গডি, পুরুলিয়া ##
কূল-কিনারা পাই না ভেবে লিখবো কি যে ছাই-
খুঁজতে গিয়ে দেখি, মাথায় কল্পনাটাই নাই !
ভোঁ কাট্টা ঘুড়ির মতো খাচ্ছে সেটা লাট–
কিংবা যেন ফুরিয়ে যাওয়া শেষ বিকেলের হাট !
কাকে ছেড়ে ধরবো কাকে, হচ্ছে সেটাই ভুল–
শব্দ, বাক্য, সন্ধি, সমাস সব-ই অপ্রতুল।
ছন্দ এলে সুর আসে না, বাদ সাধে সেই কাল–
ভূত ভবিষ্য বর্তমানে বাধায় যে গোলমাল !
এক ভেবে ভাই শুরু করি, এক ভাবে হয় শেষ
গোলকধাঁধায় ভাবনাখানাই হয় যে নিরুদ্দেশ !
সকাল গিয়ে বিকেল হল,সন্ধেটা তারপর–
রইলো খাতা যেমন ছিল, পড়লো না আঁচড়।