ঠিকানা
নীল ভাস্কর ##
মৃত দিনের নামে জমানো ইঁট
পাঁচিল তৈরি হলো সবেমাত্র
ক্যাসুরিনার শরীর ভালো নেই
কালো শীতের দেওয়ালে বসে
দু’পা দোলায় আমার শরীর
আমি চিনি না একে
ধিরে ধিরে দিন নির্জন হয়, রাত নিঝুম
আমাকে তাড়া করে, না জন্মানো ঘুম
আর সময় মরে। মরে ইট হয়ে যায়
দেওয়ালটা আর একটু দৃঢ় হয়
প্রিয় ক্যাসুরিনা এখন আর এখানে থাকে না।