মরুভূমিতে জলপ্রপাতের শব্দ
সুনির্মল বসু ##
কবে যে কোথায় ভালবাসা পথে পড়ে থাকে,আমি ভেবে অবাক হই,পৃথিবীর রাজপথে হাঁটতে হাঁটতে
আমি ভালোবাসা খুঁজি, উতরোল নদীর পাশ দিয়ে, হাঁটতে হাঁটতে আমি ভালোবাসা খুঁজে যাই,
শিমূল বীথি, ঝাউ বন,সাগরের নীল জল,আমাকে
ভালোবাসায় ভরায়,বুলবুলি পাখির গান,কোকিলের সুর,আমাকে উদাস করে,শিশুর আদো আদো বুলি,
আমাকে ভালোবাসার সাগর দেখায়, কত অজানা
মানুষ আমাকে ভালোবাসে বলে,তাদের কথা লিখি,
সকাল সন্ধ্যা পৃথিবীর রংবদল দেখি, বুঝি,ভালোবাসার পৃথিবীতে সবার জন্য ভালো মন,
ভালো মানুষ অপেক্ষায় থাকে,শুধু খুঁজে নিতে হয়,
আকাশ,নদী,গাছ সেদিন বন্ধু হয়,সুজন এসে বলে,
এই তো আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি,
পথের বন্ধু প্রাণের বন্ধু হয়,বুক পেতে আমি ওদের
সোহাগ নিই,সাহারা মরুভূমিতে ওরা জলপ্রপাত
এনে দেয়।।