আদিমতায় অবগাহন
পারমিতা ভট্টাচার্য ##
বৃত্তের বুকে আঁকিবুকি রক্তের ছোপ
কেন্দ্রের অরণ্যে ডুবিয়ে দিয়েছে সন্তাপ
আগুয়ান দুটো পা ক্রমশ…..
মৃতের সাদা হাড় ঠেলে এগিয়ে যাচ্ছে
আদমের প্রাগৌতিহাসিক বাগানে…
এবার তবে আদিম করে দাও,হে ঈশ্বর….
একটা গুহামানব জীবন,সম্মোহনী গান,
সংঘবদ্ধ হোক মানুষের হাড় জিরজিরে বোধ…..
পৃথিবীর আনাচে কানাচে ছড়ানো
তাজা রক্তের রক্ত করবী….
নিজের ছায়ার থেকে বড় হচ্ছে মানুষ….
গলিত সূর্যের জীবনী ধুঁকছে
অন্ধ কানুনের ব্যাপ্তিতে….
সম্ভাব্য স্পর্ধিত অক্ষর বিন্যাস
শুকিয়ে কাঠ হওয়া গলায় আশ্বাস খুঁজেছে…..
এও কি সম্ভব!!!!!
আবার একবার আদিম করে দাও ঈশ্বর….
ছায়াপথ ছোঁবার আগে
প্রানভরে নিতে দাও এই প্রিয় মাটির ঘ্রাণ…..