স্ত্রীকে
দীপঙ্কর বালিয়াল ##
হাঁটতে হাঁটতে ছুঁয়েছি
পাহাড়ের চুড়ো।
হেরে গিয়ে ফিরে গেছে
সোনা রঙ পাখি।
এসো । পাহাড়ের নাম রাখি ।
তারপর আরো উঁচু । আরো ।
ক্রমে সাদা মেঘ। বরফের গুঁড়ো
হাতে পাবে।
ক্লান্তি? থেমে যাবে?
এসো, নিজেদের খুলে দিই।
নাম পাবে পাহাড়ের
আরো কতো চুড়ো।
ভেবে দ্যাখো। শোনো।
তোমার তো ঋতুকাল
শুনেছি। বুঝিনি কখনো।