সোনা নিয়ে রম্য কথা
বাদল রায় স্বাধীন ##
আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয়,
স্বর্নকারের এ কথাতে অনেক ফাঁকি রয়।
সোনার ভিতর তামা থাকে তোলাতে দুই আনা,
বিক্রির সময় সেটা বলবেন কিনতে গেলে মানা।
বিক্রি করতে দুই আনা খাইট গচ্ছা দিবেন দাম,
কিনতে গেলে বনিক ভাইয়া বলবে রাম রাম।
কিনতে গেলে দেবেন আরো তৈরি করার খরচ,
বিক্রি করতে বলবে তখন চালান তোলা ফরজ।
বন্ধক দিলে মুল্যের চেয়ে টাকা হয় দ্বী-গুণ,
শীতকালেও ঘামবে শরীর ভাববেন মাস কি ফাগুন?
কিনতে গেলে শুনবেন শুধু নামটা ক্যারেট একুশ,
বিক্রি করতে বাজে সোনা শুনে হবেন বেহুশ।
বলেছে কে বিদেশী এটা বলেছে কোন বাইন্যা,
কষে তারে বেঁধে রাখেন আজকে ধরি আইন্যা।
ক্রয় বিক্রয় দুটোতে লস বৌয়ের কথা ধরি,
মরতে তখন ইচ্ছে হবে গলায় দিয়ে দড়ি।
কিন্তু তাদের প্রস্রাব খানার বিক্রি হয় নোংরা ও ছাই,
কিনতে গেলে ক্ষতি শুধু লাভ তাহাতে নাই।
ঘর থাকলে চোরে নেবে রাস্তায় হাইজ্যাকার,
মাঝে মাঝে নাক কান ছিঁড়ে রক্তে একাকার।
মৃত্যুর ভয়ও থাকে তাতে নাক, কান কাটার ভয়,
স্বর্ন বেচে বনিকের বউ সিটি গোল্ড লয়।
কেনা বেচার দুটোতে তাই শুধু ফাঁকি বাজি,
মায়ের গলার স্বর্ন চুরির অপবাদ দেয় পাজি।
বনিক ভাইয়েরও ঝুঁকি অনেক চাঁদাবাজির ভয়,
চোর ডাকাতের হামলাতে হয় জীবন সংশয়।